স্থানীয় সংবাদ

মণিরামপুরে বিএনপি’র সভাপতি সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত

# তিন ইউনিয়নে কাউন্সিলরদের সরাসরি ভোটে #

মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরেরর মণিরামপুর উপজেলার মনোহরপুর, দূর্বাডাঙ্গা ও ভোজগাতী ইউনিয়ন বিএনপির কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিন পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার তিন ইউনিয়ন পরিষদ মাঠে জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দর উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে এ নেতা নির্বাচন করা হয়। এতে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, সাধারন সম্পাদক নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম কোরবান আলী। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী আলতাপ হোসেন, সাধারন সম্পাদক আছাদুজ্জামান খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। ভোজগাতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার দফাদার, সাধারন সম্পাদক হয়েছেন কামরুজ্জামান বাবু ও সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন-অর-রশিদ। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button