স্থানীয় সংবাদ

মোল্লাহাটে শিশু অপহরণ মামলায় আটক ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে আহম্মদ উল্লাহ রাজ (০৯) নামের এক শিশু অপহরণ মামলায় মহিবুল হাসান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে ঐদিন দিবাগত রাতে শিশু আহম্মদ উল্লাহ রাজের বাবা মোঃ আলাউদ্দিন মোল্লা বাদী হয়ে মহিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মহিবুল হাসান মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। অপহরণের শিকার শিশু আহম্মদ উল্লাহ রাজও একই এলাকার বাসিন্দা।ওই শিশুর পিতা আলাউদ্দিন মোল্লা জানান, গেল ২২ নভেম্বর বিকেলে আমার ছেলে আহম্মদ উল্লাহ রাজ বাড়ির সামনে খেলছিল। আমার স্ত্রী আমাদের বিল্ডিংয়ের ছাদের উপর থেকে দেখতে পায়, মাদক ব্যবসায়ী মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছে। সে ছাদ থেকে নেমে আর আমার ছেলেকে খুজে পায় না। পরে অনেক খোজাখুজি করেও, আমার ছেলেকে পাইনি। ওইদিনই আমি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরী করি। এ ঘটনার এক সপ্তাহ আগেও মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছিল এবং আমার ছেলে রাজের ছবি তুলেছে তার মুঠোফোনে। তিনি আরও বলেন, মহিবুল হাসানের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমাসহ নানা কারণে বিরোধ চলে আসছে। সে অনেকবার আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ধারণা মহিবুল হাসান লোকজন নিয়ে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে নিখোজ হওয়ার পরে সর্বপ্রথম মহিবুল হাসান তার ফেসবুকে স্টাটাস দেয়। আমি যেকোন মূল্যে আমার ছেলে সন্ধান চাই। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিখোজ শিশুর বাবার দায়েরকৃত মামলায় মহিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মহিবুল হাসান অপহরণের কথা স্বীকার করেনি। অপহরণ ও অপহৃত শিশুর সন্ধ্যান পেতে জিজ্ঞাসাবাদের জন্য মহিবুল হাসানের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button