স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানা, ২নং ওয়ার্ড, যোগীপোল ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

# কেসিসি ২নং ওয়ার্ড এ্যাজাক্স ইউনিট বিএনপি’র উদ্যোগে #

স্টাফ রির্পোটার ও খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানজাহান আলী থানা বিএনপি, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি, যোগীপোল ইউনিয়ন বিএনপি এবং ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার মাগরিববাদ কেসিসি ২নং ওয়ার্ড এ্যাজাক্স ইউনিট বিএনপি’র উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ ও সংবর্ধিত অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুর রইচউদ্দিন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ। কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি নেতা মাস্টার মাহাবুব আলমের সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক ও স্বেচ্চাসেবক দল নেতা ফারুক হোসেন টুটুলের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ীগেট কুয়েট সড়ক এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button