বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলীয় নেতা-কর্মীদের বসতবাড়ী প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দেয়ার অভিযোগ

# বিএনপি নেতা মোস্তাফিজ বহিস্কার #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক চলমান সম্ভাব্য সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান কে দল থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৬ জানুয়ারী বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত ওই বহিস্কার আদেশে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকার নিজ দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, প্রকাশ্য দিবলোকে বসতবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগের সত্যতা পেয়ে তাকে দল থেকে বহিস্কার করাসহ তার সাথে দলীয় কোন নেতা-কর্মীকে যোগাযোগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গতঃ বাগেরহাট উপজেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের জের ধরে গত ৮ জানুয়ারী বিকেলের দিকে এক পক্ষের বসতঘরসহ ১৫/২০ টি ঘর পুড়িয়ে দেয় মোস্তাফিজ গ্রুপ। এর আগে ওই বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নারী ও বৃদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন। এলাকায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে মোল্লা মোস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমীন গ্রুপের মধ্যে দফায়-দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনার দুই গ্রুপে হামলা- পাল্টা হামলা ও সর্বশেষ বসতবাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটলেও দেখা-দৃষ্টিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কোন পদক্ষেপ নেয় নি বলে অভিযোগ ওঠে। জেলা বিএনপি আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা মোস্তাফিজুর রহমান কে দল থেকে বহিস্কারের সত্যতা স্বীকার করে রবিবার সকালে এ প্রতিবেদক কে বলেন, ৫ আগষ্টের পর মোস্তাফিজুর রহমান বিষ্ণুপুর এলাকায় ব্যপক তান্ডব চালায়। এ ঘটনায় তাকে গত ১৯ সেপ্টেম্বর কারন দশার্নোর নোটিশ করা হয়। এরপরও সে থামেনি। সর্বশেষ নিজ দলীয় নেতা-কর্মীদের বসত বাড়ীতে অগ্নি সংযোগসহ লুটপাট করার অভিযোগ পেয়ে আমি নিজেই ঘটনাস্থল ও ওই এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে তাকে বহিস্কার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে দলীয় শৃংখলা ভঙ্গ করলে জড়িদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে। তাই মোস্তাফিজুর রহমান মোল্লাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।