স্থানীয় সংবাদ

খুবি উপাচার্যের সাথে দুদক কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। ২৪ মে (শনিবার) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। দুদক কমিশনার বলেন, শিক্ষাঙ্গন থেকেই সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়ে তুলতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দুদক কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। তিনি কমিশনারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকা- ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক ও দুদক কমিশনারের সহধর্মিণীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button