জাতীয় সংবাদ

দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রবাহ রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর মাধ্যমে ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে সংস্থাটি। এ কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ের প্রধানরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচিতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন, সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালকরাসহ কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button