জাতীয় সংবাদ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর ঢালী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা।