যাত্রাবাড়ীতে দোকান থেকে কিশোরী ও যুবকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর যাত্রাবাড়ীর কোনোপাড়ায় একটি দোকানের ভেতর থেকে কিশোরী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিয়ারের ক্যান। তবে নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। কিশোরীর বয়স আনুমানিক ১৪ ও যুবকের ২৬ বছর। যাত্রাবাড়ী থানার এসআই মো. মহাসিন জানান, কোনাপাড়ার ধার্মিকপাড়া বটতলা এলাকায় বন্ধন এন্টারপ্রাইজ নামে একটি দোকানের ভেতর থেকে কিশোরী ও যুবক লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় লাশ। এসআই বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। আমাদের ধারণা, অতিরিক্ত বিয়ার সেবনে তারা অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় মাইকেল (২৬) নামে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।