টাঙ্গাইলে অটোরিকশাচালককে বিবস্ত্র করা সেই এসআইকে প্রত্যাহার

প্রবাহ রিপোর্ট : টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি অটোরিকশায় পর্দা না থাকায় চালককে বিবস্ত্র করায় অভিযুক্ত সেই পুলিশের এসআই হাসিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ। জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে টহল দেওয়ার জন্য আনা সিএনজির একপাশে পর্দা না থাকায় ভূঞাপুর থানার এসআই হাসিবুল হাসান চালকের জামাকাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখেন। পরে ঘটনাটি শ্রমিক সংগঠনে জানালে অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। এরপরই গতকাল শুক্রবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়। ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ সুপারের নির্দেশে এসআই হাসিবুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তিনি দুপুরেই থানা ত্যাগ করেছেন।