হামাসের হামলায় ১৭ ইসরায়েলি সেনা হতাহত

গুরুতর আহত ৬ ইসরায়েলি কমান্ডো, এ পর্যন্ত ইসরায়েলি সেনা নিহত ২৫৪জন, কয়েকহাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছে, ইসরায়েল ফের যুদ্ধবিরতির পথে
প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় গুরুতর আহত হয়েছেন ৬ ইসরায়েলি কমান্ডো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই একই হামলায় প্রাণ হারিয়েছেন এক সেনা। নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়াসোভ (২১)। তিনি ইগোজ কমান্ডো ইউনিটের সেনা ছিলেন। ছয়জন গুরুতর আহত এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ সেনা সামান্য আহত হয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহত কমান্ডোরা গাজার দক্ষিণাঞ্চলের একটি বাড়ির ভেতর অবস্থান নিয়েছিলেন। তখন তাদের লক্ষ্য করে আরপিজি ছোড়েন হামাসের যোদ্ধারা। এতে এক সেনা নিহত হন এবং ১৬ জন আহত হন। যার মধ্যে ৬ কমান্ডো গুরুতর আহত হন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এর কয়েকদিন পর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজায় ঢুকে পড়ে দখলদার ইসরায়েলের সেনারা। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ২৫৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার সেনা। যাদের বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছেন। অপরদিকে ইসরায়েল দাবি করে থাকে তারা হামাসের ৮ থেকে ১০ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। তবে গাজায় ইসরায়েলিদের বর্বর হামলায় এখন পর্যন্ত যে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া যেসব পুরুষ নিহত হয়েছেন তারাও যে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েলিরা।
অপরদিকে, হামাসের হামলা হলেই একসাথে বহু সেনা নিহত ও আহত হওয়ায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির নতুন আলোচনার অনুমোদন দিয়েছেন। কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে। শুক্রবার (২৯ মার্চ) নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ওইদিন এই প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে নিয়ে আসেন নেতানিয়াহু। মধ্যস্থতাকারী দেশ কাতার পরেরদিন মঙ্গলবার জানায় যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে। তবে যুদ্ধরত দুই পক্ষ এবং মধ্যস্থতাকারীরা এ ব্যাপারে খুব বেশি তথ্য জানায়নি। নেতানিয়াহুর দপ্তর আরও জানিয়েছে, তিনি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন। তবে বার্নেয়া নিজে দোহা অথবা কায়রোতে যাবেন কিনা সেটি স্পষ্ট করেনি তারা। গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারান। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ। ৭ অক্টোবর ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি আরও ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসেন হামাসের যোদ্ধারা। যারমধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে এক সপ্তাহব্যাপী চলা যুদ্ধবিরতিতে ছেড়ে দেয় তারা। ইসরায়েলের বিশ্বাস হামাসের কাছে এখনো ১৩০ জিম্মি রয়েছে। যারমধ্যে ৩৩ জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন।