জাতীয় সংবাদ

বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে : জিএম কাদের

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে এখন বিরাজনীতিকরণ উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই, বর্তমানে এ ধরনের মতামতের রাজনীতিকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। গতকাল বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখলদারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সব রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এবং সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। এর মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্টিগত স্বার্থ সিদ্ধিই আসল উদ্দেশ্য। জিএম কাদের যোগ করেন, এ সব কর্মকা-কে রাজনীতি হিসাবে গণ্য হওয়ার চেয়ে, বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button