জাতীয় সংবাদ

৭ পৌরসভায় বিভিন্ন পদে ভোট আজ

প্রবাহ রিপোর্ট : দেশের সাতটি পৌরসভায় বিভিন্ন পদে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ নির্বাচন, বরিশালের গৌরনদী ও পাবনার ভাঙ্গুরায় মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজবাড়ীর পাংশা, জয়পুরহাটের ক্ষেতলাল, জামালপুরের মেলান্দহ ও শেরপুরের নকলা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া নির্বাচন অপরাধ আমলে নিয়ে বিভিন্ন সাজা দিতে নিয়োজিত করা হয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট। এদিকে ভোটের সার্বিক পরিস্থিতি নজরদারি করতে গঠন করা হয়েছে আন্তঃমন্ত্রণালয় মনিটরিং সেল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button