জাতীয় সংবাদ

নিহত-আহতদের নিরূপণে কমিশনের পরিধি বাড়ানোর দাবি

কোটা সংস্কার আন্দোলন

প্রবাহ রিপোর্টঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহত ও আহতদের সংখ্যা, তালিকা নিরূপণ ও কী পরিস্থিতিতে এসব হত্যাকা- সংঘটিত হয়েছে, তা নির্ধারণের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বিস্তৃত করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।রবিবার (২৮ জুলাই) ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের এ অবস্থান ব্যক্ত করা হয়। এদিন রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।ওয়ার্কার্স পার্টির সভায় একইসঙ্গে দোষী, নির্দোষ নির্বিশেষে গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্যে মানুষকে হয়রানি করায় উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানানো হয়।বৈঠকে কোটা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মুস্তফা লুৎফুল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button