জাতীয় সংবাদ

ড. ইউনূস সফল নেতৃত্ব দিয়ে দেশকে সারিয়ে তুলবেন: ফখরুল

প্রবাহ রিপোর্ট : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। গতকাল বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছেন। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি সেখানে দেখলাম ৮ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছয়শজনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত। তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু তারাও গুলিবিদ্ধ হয়ে ইনজুরড হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরিগুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না। বিএনপির এ নেতা আরও বলেন, যে ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে। আমাদের ছাত্রদের আন্দোলনসহ রাজনৈতিক দল, নাগরিকদের মাধ্যমে তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গিয়েছে। ছাত্র আন্দোলনের সবাইকে স্যালুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল। আহত সবাই সেরে উঠবেন এমন আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি। ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি অভিভূত হয়েছি। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে নোবেল বিজয়ী ড. ইউনূসকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button