গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী একরামুল হক সাজিদ মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।বুধবার (১৪ আগস্ট) বেলা ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী শোক প্রকাশ করে বলেন, ‘৪ আগস্ট থেকে সাজিদ সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে মৃত্যুবরণ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে শোকাহত।’এর আগে সাজিদের বন্ধু মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘সাজিদ আর বেঁচে নেই, কেউ কল দেবেন না প্লিজ। ২টা ১৫ মিনিটে সাজিদ আল্লাহর কাছে চলে গিয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।’মো. মাহমুদুল হাসান জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইলে সাজিদের দাফন অনুষ্ঠিত হবে।’ জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাজিদ মাথায় গুলিবিদ্ধ হন। একটি গুলি তার মাথার পেছনে লাগে।