জাতীয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ সরকারের

প্রবাহ রিপোর্ট : বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছে সরকার। দেশের সব জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত মঙ্গলবার রাতে নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পর তাদের পদত্যাগ/অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরূপ অবস্থা মোটেই কাম্য নয়। নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি, প্রো-ভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) তাদের আইনানুযায়ী অপসারণ করতে পারেন। সরকারি স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যান্যের এই বিভাগ বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর প্রয়োজনে বদলিসহ তদন্ত করে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা নিতে পারে। অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কোনো শিক্ষক/কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলে সংশ্লিষ্ট বিভাগ/ দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবে। নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গণের পরিবেশের উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশিজন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button