রাজনীতিতে নারী-তরুণদের অংশগ্রহণ বাড়াতে সহযোগিতা করবে নেদারল্যান্ডস
প্রবাহ রিপোর্ট : নেদারল্যান্ডস এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) যৌথভাবে বাংলাদেশে নারী, যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ প্রসারে একটি প্রকল্প শুরু করছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো, পরামর্শদান এবং নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে নারী ও তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডস দূতাবাসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স এবং সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, নেদারল্যান্ডস সবসময় জেন্ডার অন্তর্ভুক্তির প্রতি জোর দেয় এবং বিশ্বাস করে যে প্রত্যেকের, বিশেষ করে নারী এবং তরুণদের অন্তর্ভুক্তিই হচ্ছে প্রকৃত উন্নয়ন। প্রকল্পটি বাংলাদেশে সেই বিশাল পদক্ষেপ বাস্তবায়নেরই একটি অংশ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, আমরা আশা করছি, এই প্রকল্পের মাধ্যমে রাজনীতিতে নারী এবং তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে সমতার বাস্তবায়ন হবে। এ সময় সিজিএসের সিনিয়র গবেষণা সহযোগী আপন জহির, চিফ অব স্টাফ দীপাঞ্জলী রায় এবং গবেষণা সহযোগী সাদিয়া তাসনীম, দূতাবাসের পক্ষ থেকে ফার্স্ট সেক্রেটারি কর স্টুটেন এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আখতার উপস্থিত ছিলেন।