জাতীয় সংবাদ
নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা ফারুকী ও বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
প্রবাহ রিপোর্ট : অন্তর্র্বতীকালীন সরকারের নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্র্বতী সরকারের তিন উপদেষ্টাকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো: সফিকুল ইসলাম।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করার দাবি জানানো হয়েছে এই নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টাম-লীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টাম-লীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্কিতমুক্ত হোক।