জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী কলেজে পুলিশ ও এপিবিএন মোতায়েন

প্রবাহ রিপোর্ট : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে নিরাপত্তার জন্য পুলিশ ও এপিবিএন মোতায়েন করা হয়েছে। এছাড়া সোমাবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সোহরাওয়ার্দী কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের জন্য ডাকা হয় কলেজটির অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে। অধক্ষ্য বলেন, আমাদের ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের চিকিৎসার ব্যয় কলেজ থেকে বহন করবো। এছাড়া রবিবারের ঘটনায় আমরা সূত্রাপুর থানায় একটি জিডি করেছি। তিনি আরও বলেন, ২৮ নভেম্বর প্রথম বর্ষের পরীক্ষা আছে। সেকারণে কলেজের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আমাদের ডাকা হয়েছে। তারা হয়তো একটা সমাধান দেবে। আশা করছি, সার্বিক পরিস্থিতির একটি স্থিতাবস্থা আসবে। আমাদের ছাত্রদের যেন সেশনজট না হয়, সেজন্য আমরা বেঞ্চ ভাড়া করে হোক বা ঠিক করে হোক, ২৮ তারিখের পরীক্ষা নেবো। গত সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে বৈঠকে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার সহকর্মী নজরুল কলেজের অধ্যক্ষ গত সোমবার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এতগুলো ছাত্রের রক্তাক্ত অবস্থা। সেখানে ডিএমআরসি কলেজের অধ্যক্ষ থাকবেন। আমরা গেলে আমাদের ছাত্রদের মনে হতে পারে যে, আমরা আপসে যাচ্ছি। এছাড়া আমরা সরকারি কর্মকর্তা, কলেজের বিষয়ে ব্যক্তিগত ফোরাম বা রাজনৈতিক ফোরামে আমরা যেতে পারি না। এদিকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজটিতে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ৭০ জন পুলিশ ও ২০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button