খেলাধুলা

বিপিএল ছাড়ার আগে ‘আবেগঘন বার্তা’ দিলেন বাবর

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম বিদেশি তারকা ছিলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পাক ক্রিকেটার। পিএসএলের কারণে বিপিএল ছেড়ে গেছেন এই পাক ব্যাটার। তার আগে সমর্থক ও রংপুর রাইডার্সের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বাবর। গত বুধবার বিপিএলে ছেড়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন সাবেক এই পাক অধিনায়ক। দেশে ফেরার আগে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা জানিয়ে বাবর বলেন, ‘রংপুর রাইডার্সে অবিশ্বাস্য সময় কাটিয়েছি। এই দলটি যে ভালোবাসা, সমর্থন এবং আমাকে যতœ করেছে, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। টুর্নামেন্টজুড়ে নিঃস্বার্থ টিমওয়ার্ক সত্যিই একটি পার্থক্য তৈরি করেছে। এজন্য পুরো দলকে ধন্যবাদ।’ রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই দলের সবচেয়ে বড় গুন সবাই একে অন্যের জন্য খেলে। সেই কারণেই রংপুর প্রতিযোগিতার সেরা দল হয়ে উঠতে পেরেছে। সবকিছুর জন্য আমি কোচিং স্টাফদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ। মমেটদের প্রতি আমার কথা একটাই, নিজেদের ফোকাস হারিয়ো না। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। আগামী দিনে আবার রংপুরের জন্য খেলতে মুখিয়ে আছি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button