খেলাধুলা

পান্ডিয়ার পাশে দাড়ালেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক : ২০১৩-২০ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। আইপিএলে এবারের আসরে অবশ্য তাকে সরিয়ে নতুন নাম লেখানো হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ের নেতৃত্ব ভার বুঝিয়ে দেওয়া হয়েছে। পান্ডিয়া; যিনি ২০২২ সালে অভিষেক আসরে গুজরাটকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। কিন্তু এই পরিবর্তন মুম্বাই ভক্তদের মোটেও পছন্দ হয়নি। হোম ম্যাচেও পান্ডিয়া দুয়োর শিকার হচ্ছেন। শুধু নেতৃত্বে পরিবর্তনে ভক্তদের ক্ষোভ সীমাবদ্ধ নয়। আসরে পুরোপুরি ছন্দেও নেই মুম্বাই। টানা ৩ ম্যাচ হারের আবার টানা দুই ম্যাচ জেতে মুম্বাই। সর্বশেষ গত মঙ্গলবার চতুর্থ হার দেখেছে চেন্নাই সুপার কিংসের কাছে। ওই ম্যাচে শেষ ওভারে এসে ২৬ রান খরচ করেছেন অধিনায়ক পান্ডিয়া। ৩ ওভারে দিয়েছেন ৪৩! ব্যাট হাতেও ৬ বলে ২ রান করেছেন তিনি। যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাটার গত মঙ্গলবার খেলেছেন ১০৫ রানের অপরাজিত ইনিংস! ফলে সব মিলে সময়টা পান্ডিয়ার জন্য প্রতিকূল। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তার প্রতি আস্থা হারাচ্ছেন না মুম্বাইয়ের ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ড। চেন্নাইয়ের কাছে হারের পর তিনি বলেছেন, ‘আমি আসলে লোকজনের কথায় ভীষণ বিরক্ত। বিশেষ করে যারা সব সময় একজনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। কারণ, দিন শেষে ক্রিকেট দলীয় খেলা। আর এমন একজনের কথা বলা হচ্ছে যে নাকি ৬ সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজের দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তখন কিন্তু সবাই তাকে উৎসাহ দেবে, তার জন্য শুভ কামনা জানাবে। কিন্তু তাকে সেই উৎসাহ দেওয়ার কাজটা এখন করার এটাই সেরা সময়। এসব ছিদ্রান্বেষণ বাদ দেওয়া উচিত। দেখা উচিত ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের সেরাটা বের হয়ে আসে কিনা। সে ব্যাট করতে জানে, বোলিংটাও জানে। সব মিলে আছে এক্স-ফ্যাক্টর।’ পোলার্ড আশা করছেন পান্ডিয়া তার সেরা ফর্মে ফিরবে, ‘হৃদয়ের অনেক গভীর থেকে আশা রাখি সে যখন সেরা ফর্মে ফিরবে, আমি পেছনে বসে থাকবো এবং দেখবো তখন সবাই তার জয়গান গাইছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button