খেলাধুলা

বাংলাদেশ কঠিন সময় পেছনে ফেলতে চায়

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সর্বশেষ সিরিজ ভালোই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ নারী দলকে। ব্যাটে-বলে অমন নিষ্প্রভ ক্রিকেট যে অনেক দিনই খেলেনি বাংলাদেশের মেয়েরা। এটাই হতাশার বড় কারণ। ভারত নারী দলের বিপক্ষে সিরিজ সেই হতাশা কাটিয়ে ওঠার উপলক্ষ বাংলাদেশের জন্য। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আইসিসির ভবিষ্যত সূচির বাইরে। দুই বোর্ডের সম্মতিই এখানে মাধ্যম হিসেবে কাজ করেছে। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যার প্রথমটি আজ রোববার। ভেন্যু সিলেট হওয়ায় ভালো একটা সিরিজের আশার নিগার সুলতানার। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘সিলেটের উইকেট বরাবরই ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। টি-টোয়েন্টিতে সবাই চায় রান হোক। সে জন্য বলব যে সিলেট টি-টোয়েন্টির জন্য আদর্শ জায়গা। আমি আশা করছি যে, খুব ভালো একটা…দুই দলই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে।’ ভারতের সর্বশেষ বাংলাদেশ সফরে আম্পায়ারিং নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। সেবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে ড্র করেছিল বাংলাদেশ। তবে অতীতে ফিরে তাকাতে চান না নিগার, ‘প্রতিদ্বন্দ্বিতার কথা জানি না। অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। ওটাতে আমরা বসে নেই। এটা ভালো যে তারা বলছে, আমরা আগের চেয়ে অনেক পরিণত দল। এর মানে হচ্ছে, অবশ্যই তারা আমাদের হালকাভাবে নেয়নি।’ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্বকাপ প্রস্তুতির প্রসঙ্গও এসেছে নিগারের কথায়, ‘আমরা এটাকে সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল। তারা শক্তিশালী দল নিয়েই এসেছে। বিশ্বকাপে কম-বেশি এই দলটাই খেলবে। ওদের জন্য ভালো প্রস্তুতি হবে, আমাদের জন্যও। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং আমরা যে কঠিন সময় পার করে এসেছি; সেটা থেকে ঘুরে দাঁড়াতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button