শাস্তি পেলো সিরাজ আর হেড
স্পোর্টস ডেস্ক : বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের মধ্যে ঘটে যাওয়া অখেলোয়াড়সুলব ঘটনার জন্য শাস্তি পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। সিরাজের ২০ শতাংশ ম্যাচ ফি কর্তন করা হয়েছে। দুইজনের নামের পাশেই যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্ট। ঘটনার সূত্রপাত্র হয় সিরাজের বলে হেড আউট হলে। অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। অস্ট্রেলিয়াকে বড় লিড এনে দিয়ে জয়ের কারিগর তিনিই। ফলে হেডের উইকেটটি নিতে পেতে আক্রমাণত্মক হয়ে ওঠেন সিরাজ। হেডকে সাজঘরের দিকে নির্দেশ করে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। এতে হেডও রেগে যান, হয় বাক-বিত-া। বাক-বিত-ায় জড়ানোর কারণে এই দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারির সাথে দুর্ব্যবহারের অভিযোগে আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গের দায়ে হেডকেও শাস্তি দেওয়া হয়েছে। হেড ও সিরাজ- দুইজনই একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম ডিমেরিট পয়েন্ট। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদেরকে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। ফলে সহজ জয়ে আবারো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা আবার শীর্ষস্থান দখল করেছে।