খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে। আজকের ম্যাচটি ধবলধোলাই এড়ানোই বড় চ্যালেঞ্জ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে। অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, এলিক অ্যাথেঞ্জ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আমির জেনগো, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button