খেলাধুলা

নাগালের বাইরে রাজশাহীর মালিক, হোটেলে আটকা বিদেশি খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ দুর্বার রাজশাহীর, নিজ দেশে ফেরার বদলে বিদেশি খেলোয়াড়রা ঢাকায় তাদের টিম হোটেলে আটকা পড়েছেন। বকেয়া টাকা, বিমানের টিকিট পায়নি পাঁচ বিদেশির একজনও। বাধ্য হয়েই তারা অবস্থান করছেন টিম হোটেলে। দলের মালিক এবং ম্যানেজমেন্ট নাগালের বাইরে, যোগাযোগ করতে পারছেন না খেলোয়াড়রা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফেরও নজর এড়ায়নি দুর্বার রাজশাহীর পেমেন্ট কা-। মোহাম্মদ হারিস, রায়ান বার্লদের পক্ষ হয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফ এক্স-মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেনশন করে লিখেছেন, ‘বিসিবি আর্থিক সমস্যা সমাধান করা উচিত’। খেলোয়াড়দের পারিশ্রমিক যথা সময়ে না দেওয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থা, টাকা পাননি বলে ম্যাচ বয়কট করে দলের বিদেশি ক্রিকেটাররা; এমন নানা নেতিবাচক ঘটনার পর রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পাওনা টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার- জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল, পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। তাদের মধ্যে কেউ চুক্তির ২৫% টাকা পেলেও কয়েকজনকে তো এক টাকাও দেয়নি দুর্বার রাজশাহী। খেলোয়াড়রা গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও পাননি। এদিকে ফেসবুক থেকে গায়েব হয়ে গেছে দুর্বার রাজশাহীর অফিশিয়াল পেজ। বকেয়া টাকা না পাওয়াই তারা এখনও টিম হোটেলেই অবস্থান করছেন। দুর্বার রাজশাহী ঢাকা-খুলনা পর্যন্ত অপেক্ষায় ছিল ঢাকা ক্যাপিটালসের কাছে খুলনা টাইগার্সের পরাজয় দেখার। কিন্তু ঘটনা হলো উল্টো; ঢাকার হারেই দুর্বার রাজশাহীর বিদায় নিশ্চিত হলো বিপিএল থেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button