স্থানীয় সংবাদ

স্তন ক্যান্সারে আক্রান্ত তাসলিমা বাঁচতে চাই!

# সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন #

স্টাফ রিপোর্টারঃ “ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই- আলোকিত এই পৃথিবীতে নতুন করে বাঁচার এ আকুতি স্তন ক্যান্সারে আক্রান্ত গৃহিনী তাসলিমা বেগমের (৩০)। নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার মুন্সিবাড়ীর ভাড়াটিয়া রিক্সা চালক জসিম মোল্লার স্ত্রী তাসলিমা বেগম। মাস দুই আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত এবং দ্রুত সময়ের মধ্যে অস্ত্রপচার করার কথাও বলেছেন চিকিৎসক। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকার। যা হতদরিদ্র রিক্সাচালক স্বামীর পক্ষে যোগাড় করা সম্ভব নয়। ক্যান্সারে আক্রান্ত গৃহিনী তাসলিমার ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে। তার সন্তানের অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি সমাজের বিত্তবান মানুষের নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। বর্তমানে চিকিৎসার অভাবে তিনি ভীষন অসুস্থ অবস্থায় বাড়ীতে অসহায় অবস্থায় জীবন-যাপন করছেন।
তার স্বামী রিক্সা চালক জসিম জানান, আমার স্ত্রী মাস দুই আগে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন তার চিকিৎসার জন্য খুলনা আদ্দীন হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডাক্তারা আমার স্ত্রীর নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়। কিন্তু পয়সার অভাবে সম্পূর্ন পরিক্ষী-নিরীক্ষা করতে পারি নাই। ডাক্তারা জানিয়েছেন আমার স্ত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশন করা এবং কেমো দেওয়া লাগবে। আমি গরীব মানুষ। কোনো রকম রিক্সা চালিয়ে সংসারটা চালায়। আমার দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ালেখা করছে এবং ছোট ছেলের বয়স মাত্র ৫ বছর। এই অবস্থায় আমার স্ত্রীর চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা প্রয়োজন। যা আমার মতো সাধারন দরিদ্র একজন রিক্সা চালকের পক্ষে কোনো ভাবেই যোগাড় করা সম্ভব নয়। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনাদের একটু সহনুভূতি ও আর্থিক সাহায্য আমার স্ত্রীকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। তাসলিমাকে সাহায্য পাঠাতে- বিকাশ/নগদ ঃ ০১৯৮৩-৯৫৮৫৪০।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button