স্থানীয় সংবাদ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

# খায়রুল-গুড্ডু পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে এবং আনোয়ার- শহিদুল পরিষদ ৩টি পদে জয়লাভ, সদস্য পদে ড্র #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪‘ অত্যান্ত সুষ্ঠ-সুন্দর,সুশৃংখল ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে দিয়ে খায়রুল – গুড্ডু প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ৭টি পদে এবং আনোয়ার- শহিদুল পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক পদসহ ৩টি পদে জয়লাভ করেছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ড্র হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের মোট ১১টি পদের বিপরীতে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খায়রুল- গুড্ডু পরিষদ থেকে সভাপতি পদে মোঃ খায়রুল আলম তালুকদার চশমা প্রতিক নিয়ে সর্বোচ্চ ১১০ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আলম গুড্ডু হাতি প্রতিক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে মোট ৭টি পদে জয়লাভ করেছে। তারা হলো সহ-সভাপতি দুটি পদে মোঃ আব্দুল বারেক মৃধা (মটরবাস)-৮৯ ভোট ও পরশ মৃধা (কলস)-৮৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক দুটি পদের মধ্যে একটি পদে মোঃ হাফিজুর রহমান (টুপি)- ৮৫ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. হুমায়ুন কবির (টেবিল) ৯৪ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মো. বাবুল হোসেন হাওলাদার (কমলালেবু)-৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, আনোয়ার- শহিদুল পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মো. মিন্টু গাজী ৮১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে খলিল ফরাজী ৯০ ভোট এবং প্রচার সম্পাদক পদে মো. ইমরান শিকদার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোঃ নয়ন আলী টিয়াপাখি ৮৪ ভোট ও মো. চান মিয়া(টিউবয়েল)-৮৪ ভোট পাওয়ায় ড্র হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু জানিয়েছেন, খুলনা জেলা সংবাদপত্র হাকার্স ইউনিয়নের নির্বাচন কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপুর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দৈনিক দেশ সংযোগ পত্রিকার মুন্সী মাহাবুল আলম সোহাগ ও খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button