খুলনায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে খুবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল সহকারে এসে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শিববাড়ী মোড়ে অবস্থান নেয়। এ সময় তাদের মিছিল ও মুহূর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। খুবি শিক্ষার্থীদের অবরোধ চলাকালে নগরীর লোয়ার যশোর রোড, মজিদ সরণী ও কেডিএ এভিনিউতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খুবির বাংলা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, কোটা বিরোধী রায় খুবই দু:খজনক। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
খুবির আরেক শিক্ষার্থী আজাদ মিয়া বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব।
এর আগে একই দাবিতে খুবি শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জিরো পয়েন্ট অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।