স্থানীয় সংবাদ

খালিশপুরে আবারও বিদ্যুতের তার চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার : নগরীর খালিশপর এলাকায় আবারও বিদ্যুতের তার চুরির হিড়িক পড়েছে। গেল বুধবার দিবাগত রাত্রে খালিশপুর থানাধীন গোয়ালখালী এলাকায় থেকে প্রায় ১৭ টি বিদূৎের মিটার থেকে বিদূৎের তার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। যার বাজার মূল্য আনুমানিক লাখ টাকার মত।
এ বিষয়ে ভুক্তভোগী শামিমা বেগম বলেন, আনুমানিক রাত্র তখন সোয়া তিনটা বাজে। আমি তখনও জাগ্রত ছিলাম। হঠাৎ দেখি আমার বাসায় বিদূৎ নেই।তবে জানালা দিয়ে দেখা যাচ্ছে অন্যান বাড়ী ও সড়কের লেম্পপোস্টে বিদ্যূৎ রয়েছে। আমি তখন দেখি তিন জন যুবক সকলের মুখ ডাকা। এছাড়া সকলের হাতে ধারালো অস্ত্র আমি তখন এতটা ভয় পেয়েছি যে কি করব বুঝতে পারছিলাম না। যেহেতু তখন আমি আর আমার মেয় অরিণ বাসায় ছিল ঘরে কোন পুরুস মানুষ ছিলনা।এর পর কিছুক্ষন পর চোর চক্র চলে যায়।তবে আশেপাশের সিসি ক্যামেরা দেখা গেছে তারা সকলে মুখ ডেকে হেটে চলে যাচ্ছে। আমার বাড়ীতে ভাড়াটিয়াদের বিদূৎের মিটার সহ মোট ৫টি মিটার হতে বৈদ্যিতিক তার চুরি করে নিয়ে গেছে।
একই কথা বলেন ভুক্তভোগী বি,এন,স্কুলের শিক্ষিকা রেজোয়ানা বেগম বলেন, আমার বাড়ী থেকে মোট ৫টি বৈদিৎিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে লোডসিডিং হয়েছে। তবে দীর্ঘক্ষন বিদ্যূৎ না থাকায় আমি জানালা দিযে দেখি আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে।এর পর মিটারে কাছে যেয়ে দেখি কোন মিটারের তার নেই। সরারাত্র সকাল পর্যন্ত বাসায় বিদ্যুৎ বিহিন তীব্র গরমে ভোগান্তির শিকার হযেছি।এছাড়া আমার পাশের বাড়ীতে একজন ব্যাংকার তার বাড়ী হতে তিনটা মিটার হতে তার চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াছিন বলেন, একই রাতে আশেপাশের অন্যান বাড়ী সহ মোট ১৭ টি মিটার হতে তার চুরি হয়ে গেছে। গেল বছর ও চুরি হয়েছে।তবে এবছর প্রথম এরকম চুরির ঘটনাটি হলো।
এ বিষয়ে স্থানীয় খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি আমি বিষয়টি জানিনা তারপরও এখনই আমি পুলিশ পাঠিয়ে তদন্ত করছি।চোর চক্রদের সনাক্ত করার জন্য আশেপাশে সিসি টিভি ফুটেজ পর্যলোচনা করে দেখছি। তবে এ বিষয়ে এখন ও কেউ লিখিত অভিযোগ করেনি। উল্লেখ্য গেল ১২ই জানুয়ারী নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার নজরুল ইসলামের বাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে যায় চোর চক্র। এসময়ে এনায়েত মোল্লা নামে একজন চোর চক্র সদস্য বিদ্যূৎের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে খালিশপুর হগতে বিপুল পরিমাণে বৈদ্যুতিক তামার তার সহ অন্যান চোর চক্রদের আটক করে। তবে আবারও এসব ছিচকে চোরের উপদ্রব্য বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button