জাতীয় সংবাদ

কোটা সংস্কারে কমিশন গঠনের দাবি জাসদের

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কারে অবিলম্বে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, কোটা বিষয়ে হাইকোর্টের সর্বশেষ রায়ের পর আর সিদ্ধান্তহীনতা, গড়িমসি, কালক্ষেপণ না করে কোটা পদ্ধতি সংস্কার করে যৌক্তিকীকরণের জন্য অবিলম্বে কমিশন গঠন করতে বে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ বিক্ষোভে জাসদ নেতা এসব কথা বলেন। দুর্নীতি ও লুটপাটের রাঘব বোয়ালদের গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাসদ। সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ, বাসাবাড়ি, হল-হোস্টেলে ফিরে গিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শিরীন বলেন, ‘যেসব রাজনৈতিক অপশক্তি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে তাদের ক্ষুদ্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাগল হয়ে উঠেছে, তাদের বিষয়ে ছাত্রছাত্রীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। শিরীন আখতার বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিল শুধু বিদুৎ বিভাগই নয়, পুরো সরকার-প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সফি উদ্দিন মোল্লা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button