স্থানীয় সংবাদ

খুলনায় এক সপ্তাহে ৭৪জন গ্রেফতার

আতংকে বিএনপি নেতা-কর্মীরা

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে খুলনায় গত এক সপ্তাহে ৭৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং আন্দোলনের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ আহসান হাবীব। সর্বশেষ বৃহস্পতিবার কেএমপি’র এক বিজ্ঞপ্তিতে খালিশপুর এলাকা থেকে ৭জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়।
তিনি দাবি করেন, এই কয়েক দিনে মোট ৭৪জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সহিংস আন্দোলনের উসকানিদাতা। কোটা সংস্কার দাবির আড়ালে তাঁরা নাশকতা করেছেন।
এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালীন ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত তাদের দলীয় অন্তত ৫৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশকেই পুরোনো নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে সম্প্রতি মহানগরীর তিনটি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া তিনটি নতুন মামলায়ও অনেককে গ্রেফতার করা হচ্ছে।
বিএনপি’র দলীয় সূত্র জানায়, দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানানো হয়। কোনো ধরনের উস্কানি ছাড়া পুলিশ এসব অহিংস কর্মসূচিতে গুলি চালিয়েছে। এখন আবার উল্টো বিভিন্ন মামলায় দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে খুলনাতে কোনো সংঘর্ষ-ভাঙচুর হয়নি। অথচ এ ঘটনাকে পুঁজি করে পুলিশ বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করছে। তৃণমূলের কর্মীদের বাসা-বাড়িতে যেয়ে পুলিশ তল্লাশীর নামে হয়রানি চালাচ্ছে।
বিএনপি নেতারা জানান, গত কয়েক দিনে নগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শহীদ খান, আহ্বায়ক কমিটির সদস্য আনসার আলী, নগর কৃষক দলের আহ্বায়ক সজীব তালুকদার, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সোনাডাঙ্গা থানা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মির্জা মাহমুদ গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া অন্যরা ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পুলিশ গ্রেফতার করছে আমাদের নেতা-কর্মীদের। বিএনপি তো এই আন্দোলন করছে না। অথচ পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। জেলা বিএনপি’র সাত-আটজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে এক ধরণের আতঙ্ক- উৎকণ্ঠা কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button