খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুর্ষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধনে বক্তারা বলেন, “বৈষম্যমুক্ত নতুন দেশ গড়ার প্রত্যয়ে অন্তবর্তীকালীন সরকারও দেশের প্রতিটি সেক্টরকে সংস্কারের সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হলেও আরইবি’র পক্ষ থেকে রিফর্ম সংক্রান্ত কোনো প্রস্তাব দাখিল করা হয়নি। এছাড়া আর্থিক জটিলতা না থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়েও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ত্বরিত সমাধানে অনীহা প্রকাশ করে। বিদ্যুৎ বিভাগের সদিচ্ছা থাকলেও আরইবি’র অসহযোগিতার কারণে কমিটির কাজের অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। আরইবি বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির সিদ্ধান্তকে অমান্য করে সরকারের সংস্কার উদ্যোগকে বাঁধাগ্রস্ত করছে এবং দেশের সর্ববৃহৎ বিতরণ সংস্থার ৪৫ হাজার কর্মীর সাথে প্রহসন করে যাচ্ছে। ফলে বর্তমানে পল্লী বিদ্যুৎ সিস্টেমের শতভাগ কর্মীর মনে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করায় কর্মপরিবেশের উপর বিরুপ প্রভাব পড়েছে। বিদ্যমান সংকট নিরসনের জন্য ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রধানগণ ইতোপূর্বে একাধিক বার আরইবি চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগে পত্র প্রেরণ করেছেন ।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ দেশের জরুরি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিবেচনায় যৌক্তিক সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর দাবি হচ্ছে, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য/দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এটি বাস্তবায়নপূর্বক দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আধুনিক, টেকসই ও স্মার্ট বিতরণ ব্যবস্থা বিনির্মাণ এবং নিরবচ্ছিন্ন ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, এজিএম (প্রশাসন) মো: রাশেদুজ্জামান, এজিএম বিদ্যুৎ মল্লিক, ডিজিএম (কারিগরি) শাহিন মিয়া, এজিএম (আইটি) সাইফুল ইসলাম, এজিএম (এমএস) তারেক বিন আব্দুল মান্নান, এজিএম (ওএন্ডএম) আলমাস উদ্দিন, সৈকত আলী মোল্ল্যা প্রমুখ। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ।