স্থানীয় সংবাদ

রূপসা কলেজের নতুন গর্ভনিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলার রূপসা কলেজ এর গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সাথে সকল শিক্ষক এবং কর্মচারিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার শুরুতেই কলেজ প্রতিষ্ঠানকালীন সময় থেকে অদ্যবধি পর্যন্ত কলেজ প্রতিষ্ঠানকালীন দাতা সদস্য ও কলেজের সার্বিক উন্নয়নে যাদের বিশেষ অবদান রয়েছে তাদের এবং সকল বীর শহীদ ও প্রয়াত শিক্ষক-কর্মচারিদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক উদ্ধব চন্দ্র পালের সঞ্চালনায় বক্তৃতা করেন, রূপসা কলেজের সভাপতি মো. খায়রুল ইসলাম মোল্লা, জিবি সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখ, বিদ্যোৎসাহী সদস্য মৈত্রী সরকার রমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, প্রভাষক বিনয় কৃষ্ণ সাহা, সহকারি অধ্যাপক মো. হুমায়ন কবির , বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিহাব উদ্দীন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক কে.এম.খায়রুল বাসার ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিপন আলী।অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রভাষক ইভা রানী। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button