বিনোদন

ছেলের হাতে গিটার তুলে দিলেন মাহি

প্রবাহ বিনোদন: ছেলেকে কি গিটার শেখাচ্ছেন মাহিয়া মাহি? সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। সেখানেই দেখা যাচ্ছে ছেলেকে ফারিশকে গিটারের কর্ড বোঝাচ্ছেন। তবে কি ছেলেকে গায়ক বানাবেন মাহিয়া মাহি? এমনই প্রশ্ন নেটিজেনদের। মূলত মাহি এই ছবিগুলো তুলেছেন একটি স্টুডিওতে। সেখানেই গিটার রয়েছে। সেখান থেকেই শখের বশেই কি না, সেটা মাহি ভালো বলপ্তে পারবেন। তবে নেটিজেনরা মাহি ও তার ছেলেকে শুভাশীষ জানাতে ভোলেননি। কেউ কেউ অবশ্য কটূ কথা বলতেও ছাড়েননি, যেমনটা তারা সবখানেই করেন। এসবকে মোটেও গুরুত্ব দেননি অভিনেত্রী। এদিকে, স্বামী রকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে মাহিয়া মাহির। এক সাক্ষাৎকারে নায়িকা জানান, স্বামীর সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তার। মাহি বলেন, আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যতœবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ। গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি। সেসময় তিনি জানিয়েছিলেন, অনেক দিন থেকেই তারা আলাদা থাকছেন। আর খুব শিগগিরই (রকিব সরকার ও মাহি) বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী। সে সময় মাহি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button