স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে ৪টি পেট্রোলবোমাসহ এক নাশকতাকারী আটক

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে ৪টি পেট্রোলবোমাসহ মোঃ রাশেদুল ইসলাম নামে এক নাশকতাকারীকে আটক করেছে র‌্যাব-৬। এঘটনায় তাকে কাশিয়ানি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৬, সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল ১৩ ডিসেম্বর কাশিয়ানির রাতইল গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় নাশকতার কাজে ব্যাবহৃত ৪টি পেট্রোল বোমাসহ কাশিয়ানি পশ্চিম রাতইল গ্রামের মোঃ আমিনুর শেখের ছেলে মোঃ রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা অন্যান্য আসামিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামী জানায়, উক্ত পেট্রোল বোমা গণপরিবহনে অগ্নি সংযোগ, জনমনে ভয়, আতঙ্ক ও নাশকতা সৃষ্টি করার লক্ষে নিজ হেফাজতে রেখেছিল। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button