স্থানীয় সংবাদ

খুলনায় ক্যাব-এর বিভাগীয় আলোচনা সভায় বক্তারা

বসুন্ধরা গ্যাস সরকার বেধে দেয়া মূল্যে পাওয়া যাচ্ছে না

স্টাফ রিপোর্টারঃ ব্যবসায়ীদের অতি মুনাফা প্রবণতা, নৈতিকতার অবক্ষয়, জনসাধারণ তথা ভোক্তার সচেতনতার অভাব, সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যকার সমন্বয়হীনতা এবং আইনের শাসনের অনুপ¯ি’তিসহ সামাজিক ও রাজনৈতিক নিস্ক্রিয়তার মতো বিষয়সমূহ ভোক্তার অধিকার সুরক্ষা নিশ্চিতের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। খুলনা নগরীর বসুন্ধরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার সরকারের বেধে দেয়া দামে পাওয়া যাচ্ছে না। তারা অতিরিক্তমূল্যে গ্যাস বিক্রি করছে। আইনের কার্যকর প্রয়োগ, জবাবদিহিতা নিশ্চিত, বাজার তদারকি, সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর নিয়মিত মিথস্ক্রিয়া, পারস্পরিক সহযোগিতা ও পণ্য সংক্রান্ত উন্মুক্ত ডিজিটাল তথ্য বাতায়ন ব্যবস্থা কার্যকর করার মধ্য দিয়ে এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করা সম্ভব হলে ভোক্তাদের সতিক্যার অধিকার প্রতিষ্ঠা পাবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, খুলনা জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব মতামত তুলে ধরেন। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি (অতিরিক্ত কমিশনার রাজস্ব) মো: তবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ক্যাব-খুলনা জেলা কমিটির সহ সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। সভার সভাপতিত্ব করেন এডিসি (রেভিনিউ) মুকুল কুমার মৈত্র। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। প্রধান অতিথির বক্তব্যে ¯’ানীয় সরকার বিভাগের ডিএলজিমো: তবিবুর রহমান বলেন, ‘খাদ্যে ভেজাল ও ওজনে কম দেয়ার প্রবণতা পৃথিবীর অধিকাংশ দেশে নেই। কিন্তু আমাদের দেশে এ সমস্যা বিদ্যমান। এর মূল কারণ আমাদের নৈতিকতার অধঃপতন। আমাদের নৈতিকতা এতো নি¤œ পর্যায়ে চলে গেছে যে, এ পর্যায় থেকে সরে না আসলে সামনের দিনগুলিতে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এতে করে হুমকির মুখে পড়বে আমাদের পরবর্তী প্রজন্মও। এজন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে হবে। উপযুক্ত মূল্যে, ভেজালমুক্ত ও যথাযথ মানে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে পারলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আর এজন্য জনসাধারণকেই সবার আগে এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতা ছাড়া উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়।’ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, খুলনা জেলা কমিটি আয়োজিত বিভাগীয় পর্যায়ের এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন নড়াইল ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাতক্ষীরা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, যশোর ক্যাব সভাপতি জহুর আহমেদ, ঝিনাইদহ ক্যাব সাধারণ সম্পাদক শরিফা খাতুন, বাগেরহাট ক্যাব সভাপতি বাবুল সরদার, কামরুজ্জামান, অ্যাড. বাবুল হাওলাদার, মোহাম্মদ আবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: মোকলেছুর রহমান, সহকারী কমিশনার সাইফুন্নাহার, বিএসটিআই’র উপপরিচালক মো: আলাউদ্দিন হুসাইন, মো: ওমর ফারুক, মো: সোহাগ দেওয়ান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button