জাতির পতাকা আবারও খামচে ধরছে ৭১‘র পরাজিত শক্তি
খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৯ টায় টুটপাড়া কবরস্থানে খুলনা জেলা আ’লীগের সাবেক সাঃ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়াতর করা হয়। পরে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে মোস্তফা রশিদী সুজা’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১ টায় নগরীর সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধী গাছের চারা রোপনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর জোহর নামাজের পরে দলীয় কার্যালয়ের সামনে তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায়, খুলনা জেলা আ’ লীগের সাবেক সাঃ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা’র রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপি, জামাত-শিবির ও ছাত্রদলের আগুন সন্ত্রাস এবং সহিংসতায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা, সকল দলীয় নেতাকর্মী এবং নিহত সাধারণ জনগণের রুহের মাগফিরাত কামনা করে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে খাবার বিতরণ করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। কর্মসূচীতে অতিথিবৃন্দ বলেন, ‘জাতির পতাকা আবারও খামচে ধরছে ৭১ এর পরাজিত শক্তির সেই পুরোনো শকুন। তারা তাদের খোলস পরিবর্তন করে বিভিন্ন শ্রেণী গোষ্টির উপর ভরে করে দেশে আগুন সন্ত্রাস, নৃশংসভাবে পুলিশ বিজিবি সাংবাদিকসহ সাধারণ মানুষ হত্যা, সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে হামলা লুটপাট করে ধ্বংসলীলায় মেতে উঠেছে। ৭১ পরাজিত শক্তি ও তাদের দোসর বিএনপি জামাত কখনো এদেশের মঙ্গল চায়নি। তারা তাদের পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে দেশের সম্পদ ও সাধারণ মানুষের জানমালের উপর হামলা করছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদকমোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. খালিদীন রশিদী সুকর্ন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল।