ডুমুরিয়ায় বিএনপি নেতা গাজী তফসীরের সাথে এলাকাবাসীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার : খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের কুমরালী গ্রামস্থ একতা যুব সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা বাচ্চু মোল্লা সভায় সভাপতিত্ব করেন।
বিএনপি নেতা কায়েস সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন উকিল, ইউপি সদস্য আল আমিন সরদার, বিএনপি নেতা এ এম আমিনুর রহমান, সরদার রনি, নিরঞ্জন বিশ্বাস, রবিউল ইসলাম, শেখ শামিম, এমদাদুল হক, জাহাঙ্গীর, লিটন বিশ্বাস, জালাল গাজী, জয়নুল আবেদীন, মাসুদ ফারাজী প্রমুখ।
পরে বাদ মাগরিব ইউনিয়নের থুকড়ায় তার নিজ গ্রামের বাড়িতে এ বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ-সময় উপস্থিত ছিলেন, সরদার আজিজুল ইসলাম, সুজন, শেখ সোবহান, শেখ হাকিম, প্রদীপ রায়, অনিমেষ মন্ডল, শুভাষ মন্ডল, অঘর মন্ডল, বলয় মন্ডল, শেখ ইমরান হোসেন, শেখ সেলিম, স্বপন মন্ডল, হাফিজ সরদার, গণেশ মন্ডল সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ।
সফরকালে তিনি তার মরহুম পিতা-মাতার কবরে সালাম ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পেশ করেন।