স্থানীয় সংবাদ
রূপসার ইলাইপুরে দোকানে চুরি সংগঠিত
স্টাফ রিপোর্টার ঃ রূপসার ইলাইপুর মোড়ে একটি দোকানে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রূপসা উপজেলার ইলাইপুর মোড় বাজারে সাদিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মিন্টুর দোকানে সংঘবদ্ধ চোরেরা হানা দেয়। এ সময় তারা দোকানের পিছনের অংশের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন, মিনিট কার্ডসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে দোকানের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মিন্টু জানান, চুরির ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে আগের মত পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় চুরির প্রবণতা বেড়েছে বলে তিনি জানান।