স্থানীয় সংবাদ

মাছরাঙ্গা সিকিউরিটির এমডি ফারুককে গ্রেফতার ও কর্মচারিদের বেতন পরিশোধের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ঃ খুমেক হাসপাতালে আউটসোর্সিং-এ নিয়োগপ্রাপ্তদের বকেয়া বেতন প্রদান। মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুকের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিচার দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি। রবিবার (৬ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্তদের মাসের পর মাস বেতন বন্ধ রাখায় কর্মরত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অথচ অর্থের বিনিময়ে প্রতারনা করে নতুন জনবল নিয়োগ দিচ্ছে হেমায়েত হোসেন ফারুক। হাসাপাতালে সরকার স্বীকৃত ৩০৬জন লোকের স্থলে ঠিকাদার অনৈতিক সুবিধা নিয়ে পাঁচ শতাধিক জনবল নিযোগ দিয়েছেন। এছাড়া চাকুরী নবায়নের জন্য ঠিকাদার ও তার সহযোগিরা প্রত্যেক কর্মচারীর নিকট থেকে প্রতি বছর নগদ টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করলে হামলা, হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা ইতিমধ্যে ঠিকাদারের সকল অনিয়মের বিরুদ্ধে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ, শ্রম অধিদপ্তর, সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা গ্রহন করছেন না যা মোটেই কাম্য নয়। এ ছাড়া মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে কেএমপির সোনাডাঙ্গা থানায় মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পুলিশ নিরপেক্ষতা হারিয়েছে বলে বিবৃতিদাতারা উল্লেখ করেন। অবিলম্বে অভিযুক্ত হেমায়েত হোসেন ফারুককে গ্রেফতার ও কর্মচারীদের বেতন প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button