স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় মসজিদের টাকা আতœসাতের অভিযোগ!

স্টাফ রির্পোটার : খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি বায়তুল আকসা জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাত, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতা চৌধূরী ওয়াদুদ। আৎসাতের ঘটনায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট রোববার লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমান সভাপতি সুলতান চৌধুরী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেীধরী ওয়াদুদ ক্ষমতার দাপটে দীর্ঘ ১৩ বছর একটানা ক্যাশিয়ার দায়িত্ব পালন করেন। সাবেক ক্যাশিয়ার দায়িত্ব পালন কালে সরকারী প্রকল্প, ব্যক্তি অনুদান, ধান, ডাব, আমড়াসহ বিভিন্ন খাতের আয়-ব্যয় হিসাবের কোন হুদিস নাই ও হিসাবের খাতা ঘায়েব করেছে বলে অভিযোগ রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা মসজিদের টাকা আৎসাতকারীর কাছে মসজিদের কমিটি থাকাকালীন অবস্থায় গত ১৩ বছরের কোনো প্রকার মসজিদের উন্নয়ন ও যাবতীয় টাকার হিসাব চাইলে কোনো হিসাব দিতে রাজি হননি এমনকি মুসাল্লিদের হুমকি ধামকি দিত। কিছুদিন আগে স্থানীয় মুসাল্লিদের চাপে পড়ে নামে মাএ কোন রকম এক লক্ষ বিরানব্বই হাজার টাকা একটি হিসাব দিয়ে আত্বগোপনে চলে যান। তবে তার পরিবার এ টাকা নতুন মসজিদ কমিটিকে দিতে অস্বিকৃতি জানায়। অভিযোগ রয়েছে, বারাকপুর ইউনিয়ন আওয়ামী- লীগের সভাপতি চৌধূরী ওয়াদুদ ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তিনি যা খুশি তাই করেছেন। ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘ ১৩ বছর মসজিদ কমিটির সাবেক ক্যাশিয়ার দায়িত্ব থাকা কালিন সরকারি প্রকল্প, ওয়াজ মাহফিল, ব্যক্তি অনুদান, ধান, ডাব, আমড়াসহ বিভিন্ন খাতের আয় থেকে লক্ষ লক্ষ টাকা দূনীতির মাধ্যমে আৎসাত করেছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে অভিযোগে উল্লেখ করেছেন বর্তমান সভাপতি সুলতান চেীধুরী। তবে অভিযুক্ত ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতা চৌধূরী ওয়াদুদের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button