স্থানীয় সংবাদ

খুলনায় পালিত হলো বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস

ো# গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগ #

স্টাফ রিপোর্টার: খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হলো “ বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪”। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গতকাল সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কি নোটস্পিকার হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোছা. শাম্মী আখতার। অনুষ্ঠানে প্রধান বক্তা ডা. মোছাঃ শাম্মী আখতার বলেন, এবারের প্রতিপাদ্য বিষয়“ কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধীকার দেওয়ার এখনই সময়”। প্রথম আলো, বিশ^ স্বাস্থ্য সংস্থ্যা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা বর্তমানে শতকরা ১৭.৬ জন। সারাবিশে^ প্রতি ৫ জনে ১ জন মানুষতার কর্মক্ষেত্রে কোননা কোন ভাবে মানসিক সমস্যায় ভুগছেন। উন্নত বিশে^র গবেষনায় দেখা গেছে যে, শুধ ুমাত্র যদি মানুষের ডিপ্রেশন কমানো যায় তাহলে কর্মস্থলের উপস্থিতি ৪০%-৬০% বৃদ্ধি করা সম্ভব এবং তার দ্বারা ৪০%-৭০% কর্মদক্ষতা বৃদ্ধি করা সম্ভব।গবেষনায় আরও দেখা গেছে যে, কোন মানুষের মানসিক স্বাস্থ্যের পিছনে যদি ১ ডলার খরচ করা হয়, তাহলে তার দ্বারা ৪ ডলার বেশীইন কাম করা সম্ভব। এছাড়াও কর্মক্ষেত্রে কিভাবে মানসিক শান্তি পাওয়া যাবে তানিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।ডা. মাহফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনগাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান। তিনি বলেন, পৃথিবীর উন্নত বিশে^র ন্যায় বাংলাদেশেরও মানসিক রোগীর সংখ্যা একই রকম। বাংলাদেশে প্রতি ১০ জনে ১ জন মানুষ মানসিক সমস্যায় ভুগছেন।মানসিক স্বাস্থ্য খাতে বাৎসরিক বাজেট রয়েছে ০.৪৪%। এ বাজেট কে বাড়িয়ে মানসিক স্বাস্থ্যকে উন্নতকরতে পারলে মানুষের কর্মদক্ষতা বাড়বে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা আলমামুন, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. বরকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইয়াছিন আলী গাজী। উক্ত অনুষ্ঠানে গাজী মেডিকেল কলেজে রেসকল শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার্র্থী, জিএম আর নাসিং ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থী সহগাজী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button