পথ শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ বুধবার বিকেলে শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ভবনে শিশু সুরক্ষা জোটের পক্ষ থেকে পথ শিশু ও কর্মজীবী শিশুদের অংশ গ্রহণে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা গ্রুপ ভিত্তিকভাবে পোষ্টার পেপারে তাদের সুখ-দুঃখ ও বঞ্চনার কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে শিশু সুরক্ষা জোটের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শামীমা সুলতানা শীলু ও সাধারন সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো অর্ডিনেটর এ্যাড. মোমিনুল ইসলাম, নুরুন নাহার হীরা, ইসরাত আরা হীরা, পলাশ দাস, সুকুমার, শরিফুল ইসলাম সেলিম, সাইফুল ইসলামসহ জোটের অন্যান্য সদস্যগণ অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলে উপ-পরিচালক মহিলা বিষায়ক কর্মকর্তা হাসনা হেনা। বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ডভিশন খুলনার এরিয়া ম্যানেজার সুরভী বিশ^াস ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। সভার সঞ্চালনা করেন সিলভী হারুন। উপস্থিত সদস্য মন্ডলীশিশুদের কিভাবে আরো বেশি করে সুরক্ষা ও সহযোগীতা করা যায় তার উপর গুরুত্ব তুলে ধরেন।