ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
যশোর ব্যুরো ঃ ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে অর্থঋন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঢাকার চকবাজার থানায় অর্থঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া। গ্রেপ্তারকৃত বোরহান হিমু (৩৭) ঢাকার চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।তিনি ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামী। ওসি ইমতিয়াজ বলেন,ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল। ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে ধৃত বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋন মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে চকবাজার থানায় প্রেরণ করা হবে বলে জানান ওসি।