বাগেরহাটের সংবাদ কর্মীরা মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি ঃ নড়াইলে সময় টেলিভিশনের সংবাদ কর্মী সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের বিচার দাবীতে বাগেরহাটের সংবাদ কর্মীরা মানববন্ধন করেছে। বাগেরহাট প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব সম্মুখের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি ইয়ামিন আলীর পরিচালনায় মানববন্ধন চলাকালে এ হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলসহ সংবাদকর্মী আহসানুল করিম, অলিপ ঘটক, আকমল উদ্দিন সাকি, এসএম শামসুর রহমান, আরিফুর রহমান জালাল, মোল্লা আব্দুর রব নকীব সিরাজুল ইসলাম প্রমুখ।


