স্থানীয় সংবাদ

খুলনায় সোহাগ পরিবহন হেলপার হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ঃ সোহাগ পরিবহনের হেলপার সাব্বির শেখ (১৭) হত্যার দায়ে আসামি হাসান শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার খুলনা মহানগর দায়রা জজ আদালত এর বিচারক মো: শরীফ হোসেন হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি হাসান শেখ নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার নূর জামালের ভাড়াটিয়া সাঈদ শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সাব্বির শেখ বাগেরহাট জেলার বাঘরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে সোহাগ পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩ সিরিয়ালের হেলপার ছিলেন। ২০২১ সালের ১০ ফ্রেবুয়ারি ঢাকা যাওয়ার জন্য দুপুর দেড়টার দিকে বাগেরহাট থেকে খুলনায় আসে। ওই দিন রাতে ড্রাইভার মালিক মোল্লার সাথে ঢাকায় চলে যায় সে। পরের দিন সকালে ওই পরিবহনে খুলনায় ফিরে আসে সে। রাত ১২টায় খুলনার টাইগার গার্ডেনের সামনে ফাকা রাস্তায় গাড়ি পরিস্কার রাখার জন্য ড্রাইভার সাব্বিরকে গাড়িটি রেখে বাইরে চলে যান। পরের দিন ড্রাইভার ওই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। ড্রাইভার দরজা খুলতে গিয়ে দেখে সাব্বির শেখের ক্ষত-বিক্ষত পরিবহনের ভেতর পড়ে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ মরাদেহ উদ্ধার করেন। ছেলে হত্যার জন্য বাবা রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ ফ্রেব্রয়ারি সন্ধ্যায় হাসান শেখকে গোবরচাকা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতার হওয়ার পর রিক্সাচালক হাসান শেখ হত্যাকা-ের বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ একই বছরের ২৫ এপ্রিল হাসানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button