স্থানীয় সংবাদ

কেশবপুরে প্রবাসীর স্ত্রীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ কেশবপুরে এক প্রবাসীর স্ত্রীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদন সুত্রে জানা গেছে, মামলার বাদি তহমিনা খাতুন তার স্বামী জয়নাল আবেদীনের সাথে পৈতৃক ভিটা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে বসবাস করেন। অভাব অনটনের কারনে জয়নার আবেদিন সৌদি আরবে চলে যান। স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় তহমিনা খাতুন কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় শিশু সন্তান নিয়ে বসবাস শুরু করেন। বাড়িতে না থাকায় বাদীর বসতভিটা কৌশলে দখলের ষড়যন্ত্র করেন একই গ্রামের মতিয়ার সরদার, সালাম সরদার, আজিবার সরদার, নূরজাহান বেগম, আকলিমা বেগম ও আজিজুর রহমান । গত বছরের ০৬ নভেম্বর মতিয়ার সরদারের নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত ঘর ভাংচুর ও মূল্যবান জিনিষপত্র লুটপাট করে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করে। এছাড়াও ঘরের দরজা জানালা ও দেয়াল ভাংচুর করে ১ লক্ষ টাকার ক্ষতি করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। নিরুপায় হয়ে তহমিনা খাতুন যশোর আদালতে মামলা করেছেন। যার নং- ৭২১, তাং- ২৬-১১-২৪। মামলার আইনজীবি হাবিবুর রহমান বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button