স্থানীয় সংবাদ

সাংবাদিক ইউনিট নেতা গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটের নেতা, এশিয়ান টিভি খুলনা বিভাগীয় ক্যামেরাপারসন ও শিরোমণি ঝিলিক ষ্টুডিওর স্বত্বাধিকারী সাংবাদিক বাবু শংকর কুমার বিষ্ণু গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর প্রেরণ করা হয়েছে। সাংবাদিক শংকর বিষ্ণুর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন শংকর বিষ্ণু হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতের চিকিৎসা গ্রহণ করেছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার হার্টের দুটি ব্লক ধরা পড়েন। জটিল অপারেশনের মাধ্যমে সাংবাদিক শংকর বিষ্ণুর হার্টের দুটি রিং পরানোর জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয় । গতকাল ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ভর্তি হয়েছেন। সাংবাদিক সংকর বিষ্ণুর স্বজনরা সকলের নিকট আশীর্বাদ কামনা করেছেন। উল্লেখ্য গত শুক্রবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার হার্টের রিং পরানোর জন্য ভর্তি হয়েছিলেন। কর্তব্যরত ডাক্তার সাংবাদিক শংকর বিষ্ণুর এনজিও গ্রাম করার পর তার দুইটা রিং পরাতে হবে এজন্য ঢাকা হার্ড ফাউন্ডেশনে যাওয়ার জন্য পরামর্শ দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button