খুলনায় হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ : মোট ভোটার ২০ লক্ষ ৫৮

ভোটার বেড়েছে ডুমুরিয়ায়
তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন
ভোটার বেড়েছে ২৪ হাজার ৮৬০ জন
কামাল মোস্তফা ঃ
চলতি বছরের ২ জানুয়ারী হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। খুলনা জেলার ১৩ টি থানা ও উপজেলার ভোটার তালিকার হালনাগাদ তথ্যানুযায়ী ভোটার বেড়েছে ২৪ হাজার ৮শ ৬০জন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, খুলনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ৫৮ হাজার ২৯৩ জন। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২। খুলনায় মোট ভোটারের মধ্যে পুরুষ ১০ লক্ষ ৩৩ হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার ১০ লক্ষ ২৪ হাজার ৮২৭ জন। এ ছাড়া ১৯ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। জেলার ১৩ টি উপজেলা ও থানার মধ্য সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ডুমুরিয়া উপজেলায়। সেখানে পুরুষ ও নারী ভোটার মিলে বেড়েছে ৩ হাজার ৮১ জন। বর্তমানে ডুমুরিয়ার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৩৯৫ জন। খুলনা সদর থানায় নারী পুরুষ মিলে ২ হাজার ২৫৩ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৩২৬ জন। কয়রা উপজেলায়ও নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার কিছুটা বেড়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী ২ হাজার ১৯২ জন বেড়ে মোট ভোটার তালিকা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৯৭৩ জনে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় ১ হাজার ৭১৪ জন বেড়ে মোট ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ১৪০ জন। খালিশপুর থানায় ১ হাজার ৫৬৩ জন বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮৮৫ জন। ফুলতলায় ১ হাজার ৫৭৫ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১১৭ জনে। পাইকগাছায় বেড়েছে ২ হাজার ১৯১ জন। মোট ভোটার এখন ২ লক্ষ ৩৪ হাজার ৬২ জন। বটিয়াঘাটা উপজেলায় ২ হাজার ৭৩ জন বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬১০ জন। দাকোপে ১ হাজার ৫৬১ জন বেড়ে এখন মোট ভোটার ১ লক্ষ ৩৬ হাজার ২৪৪ জন। রুপসা উপজেলায় ২ হাজার২৪ জন বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৩৮০ জন। তেরখাদায় ১ হাজার ৭০০ জন বেড়ে মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৩২৪ জন। দিঘলিয়ায় ১ হাজার ৭৪০ জন বেড়ে মোট ভোটার ১ লক্ষ ৩২ হাজার ৩১০ জন। এ ছাড়া দৌলতপুরে ১ হাজার ১৯৩ নতুন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২৭ জনে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশি¬ষ্ট কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ঠ উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, ২ মার্চ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী খুলনা জেলায় মোট ভোটার ছিল ২০ লক্ষ ৩৩ হাজার ৪৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ১০ লাখ ১৯ হাজার ৩৬৪ জন এবং নারী ভোটার ছিল ১০ লাখ ১৪ হাজার ৫২ জন। এছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ১৭ জন। খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ বলেন, ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে।