নিহতের লাশ জানাযা শেষে দাফন সম্পন্ন : মামলার অগ্রগতি নেই
# খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যাকা- #
# নিহত টিপুকে দেখতে শত শত মানুষের ভীড়, #
# শোকে পাথর গোটা পরিবারসহ এলাকাবাসী #
# পরিকল্পিত হত্যা মিশনে জড়িতদের সর্ব্বোচ শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার : খুলনা গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র তাসিন রব্বানী রাহাত। এই অবুঝ শিশুটি কি জানে তার বাবা আর নেই, পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিয়েছে পরপারে। আর কোনো দিন ফিরবে না বাড়ীতে। একমাত্র পুত্র সন্তান তাসিন রব্বানী রাহাত ও একমাত্র কন্যা সন্তান ওয়াজিহা রব্বানী রায়নাকে কোলো নিয়ে আদর করবে না। কক্সবাজারে খুন হওয়া খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুর মরদেহ শনিবার (১১ জানুয়ারী) ভোরে দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডের নিজ বাড়ী এসে পৌচ্ছলে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। এসময় পরিবার, আতœীয়, স্বজনদের আহাজারী ও আর্তনাতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বিশেষ করে নিহত টিপুর অবুঝ দু’টি সন্তানের বোবা কান্নায় পরিবেশ আরো বেশি ভারী হয়ে ওঠে। দিনের আলো ফুটতেই নিহত টিপুর বাড়ীতে আসতে শুরু করে শত শত মানুষ। শেষ বিদায় বেলা প্রিয় মানুষটির মুখটি দেখে অনেই আবেগ ধরে রাখতে পারেনি, কেঁদে ওঠে হাউ হাউ করে। বিশেষ করে অবুঝ শিশু তাসিন রব্বানী রাহাতের কাঁধে বাবার নিথর মরদেহ নিয়ে জানাযা নামাযের উদ্দেশে রওনা হওয়ার দৃশ্যটি সকলকে বিস্মিত, মর্মহত করেছে। শনিবার (১১ জানুয়ারী) যোহরের নামাজের পর দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে নিহত টিপুর জানাযা নামায অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর জানাযা নামাযে শত শত মানুষ উপস্থিত হয়। জানাযা নামাজ শেষে দেয়ানা উত্তরপাড়া কৃষি কলেজ সংলগ্ন কবরখানায় তার দাফন্ন সম্পন্ন হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জানুয়ারী) কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু । ওই রাতেই কেসিসি’র আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুসহ দুইজনকে আটক করে র্যাব। নিহত খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকা-ের ঘটনায় তার ভগ্নিপতি ইউনুস আলী শেখ শুক্রবার (১১ জানুয়ারী) বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং- ১৮।
রাজনৈতিক প্রতিহিংসা ও জনপ্রিয়তার কারণে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছা সেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপুকে কক্সবাজারে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে এমনটাই দাবি নিহতের পরিবারের এবং নিহতের পরিবার দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকা-ের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। নিহত গোলাম রব্বানী টিপু দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোড এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক মো. গোলাম আকবরের পুত্র।